মেকআপ করা বরাবরই আমার খুব পছন্দের একটি কাজ। আর সেই সুবাদে নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন প্রডাক্ট কেনা হয় আমার রেগুলার। মেকআপের সব প্রোডাক্ট ব্যবহার করার নিয়ম বা কোনটা কেমন তা নিয়ে একটা ভালো ধারণা হয়ে গিয়েছে এতোদিনে। বেশ কিছুদিন ধরেই একটা ভালো কন্সিলার খুজছিলাম। কন্সিলার ব্যবহারের খুঁটিনাটি জানলেও আমার আগের কন্সিলার কেন যেন সবসময়ই ক্র্যাক করে। ব্লেন্ড করতেও মাঝে মধ্যে সমস্যা হয়। স্কিন টাইপ অনুযায়ী কেনার পরও এইরকম সমস্যা ফেইস করায় ভাবলাম নতুন কন্সিলার ট্রাই করে দেখা যাক। আর যেই ভাবা সেই কাজ। নেমে গেলাম নতুন কন্সিলার খোঁজার মিশনে। আর খুঁজতে খুঁজতে তখনই চোখে পড়লো ফ্লোরমার স্টে পারফেক্ট কন্সিলার। গত অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কন্সিলার টা বেশ চোখে পড়ছিলো। আমি ফ্লোরমারের মেকআপ আগেও ব্যবহার করেছি আর সেগুলো খুব ভালো ছিলো। তাই আগের এক্সপেরিয়েন্সের উপর ভরসা রেখে আর ইন্টানেটে কন্সিলার টা নিয়ে একটু ঘাটাঘাটি করে অর্ডার করে ফেললাম ফ্লোরমার স্টে পারফেক্ট কন্সিলার। ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম ফ্লোরমার এই কন্সিলারটি একদম নতুন লঞ্চ করেছে। তাই ব্যাবহার করার আগ্রহ আরো বেড়ে গেলো। কারণ, এমনিতেই নতুন নতুন প্রোডাক্ট ব্যবহার করাটা আমার খুব শখের একটা কাজ।
তো অর্ডার করার দুইদিনের মধ্যেই হাতে পেয়ে গেলাম ফ্লোরমার স্টে পারফেক্ট কন্সিলার। আর প্রডাক্ট হাতে পাওয়ার পরদিনই ইউনিভার্সিটি যাওয়ার আগে অ্যাপ্লাই করলাম। সেদিনের পর থেকে টানা বেশ কয়েকদিন বিভিন্ন আউটিং-এ বা পার্টিতে এই কন্সিলারটিই ব্যাবহার করেছি। তাই কন্সিলার টা আসলে কেমন বা এর খুঁটিনাটি বিষয় গুলো আমার মোটামুটি ভালোই বোঝা হয়েছে। তাই কন্সিলারটা আসলে কেমন, আসলেও এটা কেনা ওয়ার্থ ইট হবে কিনা ইত্যাদি আদ্যপান্ত রিভিউ আজকে শেয়ার করবো আপনাদের সাথে।
প্যাকেজিং – প্রথমেই বলতেই হবে প্রডাক্টটির প্যাকেজিং আমার ভীষণ ভালো লেগেছে। অনেক বেশি প্রিমিয়াম লুকের একটা প্যাকেজিং। ফ্লোরমারের প্যাকেজিং সাধারণত কালো হয় কিন্তু এই কন্সিলারের গোল্ডেন প্যাকেজিং তাদের গতানুগতিক ধারায় ভিন্নতা এনেছে। আর প্যাকেজিং শাইনি গোল্ডেন হওয়ায় এতে প্রিমিয়াম ভাব টা ফুটে ওঠে আরো পারফেক্ট ভাবে। কন্সিলারটির উপরের দিকটি বা অ্যাপ্লিকেটর হ্যান্ডেলটি রাখা হয়েছে গোল্ডেন আর মেইন কন্সিলার টিউব বা বোতলটি কন্সিলার শেইডের কালারের। আর কন্সিলার টিউব বা বোতলটির গায়ে গোল্ডেন কালার দিয়েই কন্সিলারটির নাম লেখা আছে। আমার আরো একটা জিনিস খুবই ভালো লেগেছে তা হলো এই কন্সিলারটির অ্যাপ্লিকেটরটি। এর অ্যাপ্লিকেটর হিসেবে ডো-ফুট (Doe-foot) অ্যাপ্লিকেটর দেয়া হয়েছে,যা কন্সিলারের অ্যাপ্লিকেটর হিসেবে বেশ জনপ্রিয়। কারণ, ডো-ফুট অ্যাপ্লিকেটরের সাহায্যে কন্সিলার অ্যাপ্লাই ভালো হয় সবচেয়ে বেশি। তাই সবমিলিয়ে আমার কাছে এর প্যাকেজিং পছন্দ হয়েছে। আমি এই প্যাকেজিং-কে নির্দ্বিধায় ১০/১০ দিবো।
কন্সিলারের কভারেজ এবং টেক্সচার – কন্সিলারটি একটি ফুল কভারেজ কন্সিলার হওয়ার ক্লেইম করে। আমার কাছে এর কভারেজ ভালোই স্যাটিসফাইং লেগেছে। আর টেক্সচার বেশ ক্রিমি আর থিক
হওয়ায় এটি খুব পারফেক্ট ভাবে মুখের স্পট বা আন-ইভেন টোন কভার করে। আর কন্সিলারটিতে কোনো স্মেল নেই তার মানে এটি স্কিন ফ্রেন্ডলি এবং স্কিনের ক্ষতি করেনা।
কন্সিলারটি কি কি ক্লেইম করে?
- ফুল কভারেজ,
- স্মুদ ফিনিশিং,
- লং লাস্টিং,
- ক্রিজ করেনা বা ফেটে যায় না,
- হাইড্রেটিং ইফেক্ট দেয়।
আমার কেমন লাগলো ?
শুরুতেই বলেছিলাম যে বেশ অনেকদিন ধরেই আমি নতুন আর ভালো একটা কন্সিলারের সন্ধানে ছিলাম। কারণ, আমার আগের কন্সিলারের সাথে আমার এক্সপেরিয়েন্স ভালো হচ্ছিলো না। আমার স্কিন বেশ ড্রাই। আমার আগের কন্সিলার টা ড্রাই স্কিনের জন্য হলেও আমার স্কিনে অ্যাপ্লাই করার পর ব্লেন্ড হতে চাইতো না। আর ব্লেন্ড করলেও তা খুব সহজেই ক্র্যাকড হয়ে যেতো। কিন্তু ফ্লোরমার স্টে পারফেক্ট এই কন্সিলার টা যেন একটা ম্যাজিক।
ম্যাজিক কেনো বললাম? কারণ, এর বাটারি থিক আর ক্রিমি টেক্সচার ব্লেন্ড করতে কোন ঝামেলাই হয়নি। খুব স্মুদ ভাবে এটি ব্লেন্ড হয়ে গিয়েছে আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি কন্সিলার অ্যাপ্লাই করা এরিয়াটা ড্রাই করে দেয়নি বরং এটি অ্যাপ্লাই-এর পর স্কিন আরো ময়েশ্চারড আর হাইড্রেটেড ফিল হয়েছে। আমি সারাদিন অ্যাপ্লাই করে রাখার পরও এটি আমার স্কিনে ক্র্যাক করেনি। যা আমার জন্য অনেক বড় একটি প্লাস পয়েন্ট। এই কন্সিলারের শেইড রেঞ্জ অনেক থাকায় আমি খুব সহজেই নিজের পারফেক্ট শেইডটা বেছে নিতে পেরেছিলাম।
আমার মনে হয়েছে এই কন্সিলারটি আসলে মুখের হাইলাইটিং পয়েন্ট ছাড়াও হালকা মেকাপ করতে চাইলে পুরো মুখেই ব্যাবহার করা যেতে পারে। স্কিনে ব্লেন্ড করার পর খুব সুন্দর ভাবে সেট হয়ে থাকে প্রোডাক্টটি।
তবে যদি কভারেজের কথায় আসি, এটি আমাকে ফুল কভারেজ ঠিকই দিয়েছে কিন্তু যদি রেগুলার মেকাপে খুব অল্প পরিমানে নিয়ে ব্যাবহার করা হয় তাহলে এটা মিডিয়াম টু ফুল কভারেজ দেয়। তাই একেবারে ফুল কভারেজ পেতে চাইলে পরিমানে পর্যাপ্ত নিতে হবে।
সব মিলিয়ে, এই কন্সিলারটি দাম অনুযায়ী আমার ব্যবহার করা ওয়ান অব দ্য বেস্ট কন্সিলার। কারণ, কন্সিলারটি ঠিক যা যা ক্লেইম করে আমার মনে হয়েছে এটি ঠিক সেই রেজাল্ট গুলোই দেয়। আমি ১০০% শিওর এই কন্সিলারটি আবারো পারচেজ করবো।
কোথায় পাওয়া যাবে?
কন্সিলারটি আমি প্রথম দেখি ফ্লোরমার বাংলাদেশের অফিসিয়াল পেইজে। এরপর এটা নিয়ে ইন্টারনেটে একটু খোজ-খবর নেই আর অর্ডার করি www.flormarbd.com এই ওয়েবসাইটটি থেকে।
আপনারাও খুব সহজেই ফ্লোরমারের যেকোনো প্রডাক্ট এই ওয়েবসাইটটি থেকে অর্ডার করে ফেলতে পারবেন।
লিখেছেন –
রাবেয়া চৌধুরী পিয়া