আমাদের যেকোনো মেকআপ লুকের ক্ষেত্রেই আমরা আই মেকআপকে খুব বেশি প্রাধান্য দেই। আর কেনোই বা দিব না? কারণ আই মেকআপ হচ্ছে পুরো মেকআপ লুকের গেইম চেঞ্জার। আই মেকআপ যদি হালকা করে করা হয় তাহলে দেখতে একরকম সুন্দর লাগে আবার আই মেকআপ যদি একটু ডার্ক বা ডিপ করে করা হয় তাহলে দেখতে একদম বোল্ড আর গ্ল্যামারাস লাগে। আর এই বোল্ড আই-মেকআপের একটা জনপ্রিয় নাম হচ্ছে স্মোকি আই লুক। ছোট, বড়, হুডেড বা ওয়াইড – যেকোনো ধরনের চোখেই মানিয়ে যায় স্মোকি আই মেকআপ।
কিন্তু এই স্মোকি আই সবাই করতে পারেনা। অনেকেই এই লুক নিতে গিয়ে কম বা বেশি ছড়িয়ে ফেলে বা আই এরিয়া বেশি ডার্ক করে ফেলে যার ফলে স্মোকি আই দেখতে পান্ডা আই-এর মতো দেখায়। এতে কিন্তু ঠিক যতটা সুন্দর দেখানোর কথা তার চেয়ে ঠিক ততটাই উল্টো লাগে দেখতে।
এইরকম হওয়ার কারণ হচ্ছে স্মোকি আই করার কিছু বেসিক রুলস না জেনেই বা না ফলো করেই তা করার চেষ্টা করা। আর যেকোনো কাজ নিয়ম অনুযায়ী না করলে তো মেসড-আপ হয়ে যাবেই!!
তাই আজকে আপনাদের জন্য তুলে ধরবো বিগিনার লেভেল আর প্রো লেভেল স্মোকি আই ক্রিয়েটের সব খুঁটিনাটিসহ বিস্তারিত। আর আজকে ওয়ান ব্র্যান্ড মেকাপ প্রডাক্টস ব্যাবহার করে স্মোকি আই লুক ক্রিয়েটের সব ডিটেইলস তুলে ধরবো। আর ব্র্যান্ডটা হচ্ছে আপনাদের সবার পছন্দের ব্র্যান্ড ফ্লোরমার। আর একটা লুক ক্রিয়েটের সবকিছু যদি একটা ব্র্যান্ডেই পাওয়া যায় তাহলে তো আর কোনো চিন্তাই থাকেনা।
প্রথমেই শুরু করবো বিগিনার লেভেল দিয়ে। কারণ বিগিনার লেভেল থেকে প্র্যাকটিস করতে করতেই আস্তে আস্তে শিখে ফেলা যায় একদম প্রফেশনালদের মতো করে স্মোকি আই ক্রিয়েট করার সব উপায়।
স্মোকি আই ফর বিগিনারস – যারা মাত্র নতুন নতুন হয়তো মেকআপ করা শিখছেন আর বিভিন্ন লুক বিভিন্নভাবে ক্রিয়েট করার ট্রাই করছেন তারাই কিন্তু মূলত মেকআপে বিগিনার। আর এই বিগিনার লেভেলে কিছু সহজ ট্রিক্স বা টিপস ফলো করলেই আপনার স্মোকি আই হবে একদম পারফেক্ট। আর ফ্লোরমারে আই মেকআপের জন্য রয়েছে অনেক ধরনের প্রোডাক্টস যা স্মোকি আই করা আরো সহজ করে দিতে সাহায্য করবে অনেক।
প্রথমেই আই লিডের বেইস টা প্রিপেয়ার করে নিতে হবে। এর জন্য আই লিডে কনসিলার দিয়ে তা ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটু করে পাউডার দিয়ে সেট করে নিতে হবে। এর জন্য ফ্লোরমার স্টে পারফেক্ট কন্সিলার দিয়ে লিড এরিয়া কভার করে তা ফ্লোরমারের ওয়েট এন্ড ড্রাই কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিতে পারেন। ফ্লোরমার স্টে পারফেক্ট কন্সিলারটি ফ্লোরমারের একদম নিউলি অ্যারাইভড একটা কন্সিলার। এই কন্সিলার নিয়ে আমার আলাদা রিভিউ নিয়ে জলদিই একটা ব্লগ পেয়ে যাবেন।
তো এবার লিড এরিয়া সেট করে নেয়ার পর ফ্লোরমার সানসেট আইশ্যাডো প্যালেটটি থেকে একটি লাইট ব্রাউন শেইড ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে নিয়ে আপনার ক্রিজ এরিয়ায় ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। এবার সেইম প্যালেট থেকেই আরেকটি ডিপ ব্রাউন টাইপ শেইড নিয়ে লাইট ব্রাউনের সাথে ব্লেন্ড করে নিতে হবে। এবার যেকোনো একটা কালো কাজল নিতে হবে। ফ্লোরমারের অনেক ধরনের কাজল আছে। এর মধ্যে স্মোকি আই করার জন্য রয়েছে ফ্লোরমার স্মোকি আই ওয়াটারপ্রুফ আইলাইনার। কারণ আমার কাছে মনে হয় এটার ফর্মুলা অনেক স্মুদ আর তাই এটা ব্লেন্ড করাও অনেক সহজ হবে। আর এটা স্পেশালি স্মোকি আই করার জন্যই তৈরি তাই এর একপাশে কাজল আর আরেকপাশে স্মাজার দেয়া আছে। এখন আই পেন্সিলটা দিয়ে পুরো লিড এরিয়া কভার করে ফেলতে হবে এবং এরপর পেন্সিলে থাকা স্মাজারের সাহায্যে তা হালকা হালকা করে ব্লেন্ড করে ব্রাউন আইশ্যাডোর সাথে মিশিয়ে ফেলতে হবে। এবার ফ্লোরমার স্মোকি আইশ্যাডো প্যালেট থেকে একটি ব্ল্যাক আইশ্যাডো নিয়ে তা কাজল এর উপর আস্তে আস্তে ব্লেন্ড করে দিতে হবে আর এরপরই আপনার চোখের উপরের পার্টের কাজ কমপ্লিট। এবার আন্ডারআই-তে প্রথমে একটু মোটা করে কাজল লাগিয়ে নিতে হবে সেইম আই পেন্সিলের সাহায্যে। এবার কাজল দেয়া জায়গাটুকু আবারো স্মাজার দিয়ে ভালো করে স্মাজ করে ব্লেন্ড করে নিতে হবে। ব্যস! আপনার ঝটপট স্মোকি আই রেডি। এবার পছন্দমতো ফ্লোরমারের যেকোনো মাসকারা লাগিয়ে নিয়ে আইল্যাশ পড়ে নিন।
স্মোকি আই ফর প্রফেশনালস – প্রফেশনাল বলতে এখানে বোঝানো হয়েছে একদম অথেনটিক স্মোকি আই করার নিয়ম মেনে স্মোকি আইস করা। এই ক্ষেত্রে ব্ল্যাক আইশ্যাডো আর আই ব্রাশের ব্যবহার থাকবে অনেক বেশি।
প্রথমেই আই লিড এরিয়া বিগিনার লেভেলের মতো করেই কন্সিলার আর পাউডার দিয়ে প্রাইম করে সেট করে নিতে হবে। এবার ফ্লোরমার সানসেট আইশ্যাডো প্যালেট থেকে লাইট ব্রাউন শেইড নিয়ে একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ক্রিজ এরিয়া এবং ক্রিজ এরিয়ার উপরের অংশে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার ফ্লোরমার স্মোকি আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাকের কাছাকাছি ডিপ যেকোনো একটা শেইড নিয়ে আবারো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে শুধুমাত্র ক্রিজ পয়েন্ট থেকে ব্লেন্ড করতে করতে সামান্য একটু টেনে লিড এরিয়াতে আনতে হবে। আর বলে রাখা ভালো ব্লেন্ড করার সময় অবশ্যই ব্রাশ ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করবেন। এতে ব্লেন্ডিং স্মুদ আর পারফেক্ট হবে। এবার ফ্লোরমার স্মোকি আই ওয়াটারপ্রুফ আইলাইনার দিয়ে ডিপ একটা ব্ল্যাক বেইজ লিড এরিয়াতে করে নিতে হবে। এরপর আবারো ফ্লোরমার স্মোকি আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক শেইডটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে নিয়ে তা ব্ল্যাক বেইজের উপর দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করতে হবে। এই পর্যায়ে একটু পরপর সামান্য করে ব্ল্যাক আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করতে করতে তা বিল্ড-আপ করতে হবে। এখন যতো বেশি ব্লেন্ড করবেন আপনার স্মোকি আই ততোই বেশি পারফেক্ট হবে। এখন চোখের উপরের অংশের কাজ শেষ, শুরু করতে হবে নিচের অংশের কাজ। আন্ডার-আই এরিয়াতে প্রথমে গাঢ় এবং মোটা করে কাজল লাগিয়ে নিন ফ্লোরমার স্মোকি আই ওয়াটারপ্রুফ আইলাইনার দিয়ে। এবার এর উপর অ্যাপ্লাই করুন ব্ল্যাক আইশ্যাডো এবং এইসবকিছু এখন আই পেন্সিলে থাকা স্মাজার দিয়ে ভালো করে স্মাজ করে একটা স্মোকি ইফেক্ট তৈরি করুন। এবার ন্যুড কাজল দিয়ে নিন। আর ফ্লোরমারের যেকোনো মাসকারা আপনার উপরের এবং নিচের ল্যাশে লাগিয়ে নিন। এখন আপনার পছন্দমতো হালকা বা একটু ভারি আইল্যাশ পড়ে নিন। আপনি চাইলে আই লিডের ব্ল্যাক অংশে সামান্য ব্ল্যাক গ্লিটার অ্যাপ্লাই করে নিতে পারেন। এতে আপনার লুকটি হবে আরো বেশি গ্ল্যামারাস।
তাহলে দেখলেন তো কতো সহজেই এক ব্র্যান্ডের আই প্রোডাক্টস ব্যবহার করে বিগিনার থেকে প্রফেশনাল যে কেউই কতো সহজে ক্রিয়েট করে ফেলতে পারে পারফেক্ট স্মোকি আই!!
আর হ্যা, আপনি যেমনি স্মোকি আই করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো মানের লেন্স পড়ে নিতে। কারণ লেন্স আপনার স্মোকি আইকে আরো অনেক অনেক বেশি ফুটিয়ে তুলবে।
আপনার যেকোনো লুককেই পারফেক্ট করার জন্য ফ্লোরমারে পেয়ে যাবেন আপনার চাহিদামতো সব মেকআপ প্রোডাক্টস। তাই বছরের পর বছর ধরে ফ্লোরমার আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড।
লিখেছেন –
রাবেয়া চৌধুরী পিয়া