Face Wash, Face Wash, Skin Care

অয়েলি স্কিনের বেস্টফ্রেন্ড আর্থ বিউটি এন্ড ইউ লেমন ফেসওয়াশ

শীতকালে আমার স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে পড়ে। যদিও সারা বছরই কম বেশি ড্রাই থাকে, তবে যখনই একটু গরম পড়ে, বা গ্রীষ্মকাল আসি আসি ভাব নেয়, তখনই আমার স্কিন অয়েলি হওয়া শুরু করে। 

ইনফ্যাক্ট, এতটাই অয়েলি স্কিন তৈরি হয়, যা কম্বিনেশন স্কিনের চেয়েও বেশি। আমার বেশ প্রায়শই বাইরে যাওয়া হয়, এবং যেহেতু বাইরে অনেক গরম থাকে, স্কিনে ন্যাচারাল সেবাম প্রোডাকশন বেড়ে যায়। 

এবং এটা যখন মাত্রাতিরিক্ত হয়ে পড়ে, তখনই আমার স্কিন অয়েলি হয়ে যায়। তবে মেইন প্রবলেম হলো আমার যেহেতু ড্রাই স্কিন, তাই এমন কোন ফেসওয়াশ ইউজ করতে চাচ্ছিলাম, যেটা আমার স্কিনের অতিরিক্ত সেবাম প্রোডাকশন কমানোর পরেও প্রয়োজনীয় সেবাম প্রোডাকশনে যাতে হ্যাম্পার না হয়।  

আমি এমন একটি ফেসওয়াশ খুঁজছিলাম, যেটা আমার স্কিনের pH ব্যালেন্স মেইন্টেইন করে, আমার স্কিনকে আরও সুন্দর করে ক্লিন করবে। তো, এমন একটি ফেসওয়াশ সার্চ করতে করতে একদিন চোখে পড়লো আর্থ বিউটি এন্ড ইউ-এর লেমন ফেসওয়াশ। 

এরপর আমি প্রডাক্টটি নিয়ে রিসার্চ করতে গিয়ে জানতে পারলাম যে এতে লেমন রয়েছে, যা আমার স্কিনের pH ব্যালেন্স করবে।

এছাড়াও এতে রয়েছে স্ক্রাবিং বিডস, যা আমার মুখটাকে জেন্টলি এক্সফলিয়েট করে, স্কিনের পোরসের মাঝে জমে থাকা ডার্ট ক্লিন করে। 

এর ফলে আমার স্কিনের ন্যাচারাল অয়েল ব্যালেন্স ঠিক থাকবে, আর অতিরিক্ত অয়েলিও হবে না। তো, এগুলো চিন্তা করেই এই ফেসওয়াশটা অর্ডার করে দেই, এবং ব্যবহার করা শুরু করে দেই।

ফেসওয়াশটি আমি বেশ কিছুদিন হলো ব্যবহার করছি, এবং এখন ফেসওয়াশটি ব্যবহার করে আমি আমার ডিজায়ার্ড স্কিন কন্ডিশন অ্যাচিভ করতে পেরেছি। 

এবং, আমি এটা ব্যবহার করে কি কি উপকার পেলাম, সেটাই ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার কোরবো।

প্যাকেজিং

আর্থ বিউটি এন্ড ইউ-এর প্যাকেজিং বরাবরই খুবই পাওয়ারফুল এবং বোল্ড হয়ে থাকে, এবং সেম কম্পিটিশনের অন্যান্য ব্র্যান্ডের প্যাকেজিং-এর তুলনায় আর্থ বিউটি এন্ড ইউ-এর প্যাকজিং আমার সবসময়ই বেশি পছন্দের। 

তো বরাবরের মতই, এই ফেসওয়াশটির প্যাকেজিং এফরডেবল রেঞ্জের একটি প্রডাক্ট হিসেবে খুবই আকর্ষণীয়। 

এছাড়াও ফেসওয়াশটি একটি প্রিমিয়াম কোয়ালিটির টিউবে বাজারজাত করা হয়। এই ফেসওয়াশটিতে যে কোন মিনারেল অয়েল আর সিলিকোন নেই, এটা বেশ বোল্ডলি টিউবের ফ্রন্টেই লেখা রয়েছে। 

টিউবটির পেছনেই এর যতো উপকারিতা আর ব্যবহারবিধি, তা ক্লিয়ারলি মেনশন করা আছে। 

১০০ মি.লি. এর টিউবটি গাঢ়  হলুদ রঙের হওয়ার ফলে আকর্ষণীয় প্যাকেজিং-এ পরিণত হয়। 

যেহেতু লেমন ফেসওয়াশ, তাই তারা একদম লেমনের থিমটাই কালার কম্বিনেশনে রেখেছে, যেটা রিজনেবল প্রাইস-এ ফেসওয়াশটির প্যাকেজিং-কে একটা প্রিমিয়াম লুক দেয়।

এই ফেসওয়াশটি কি কি ক্লেইম করে ও আমি কি কি উপকার পেলাম?

যখনই আমি স্কিনকেয়ারের কথা চিন্তা করি, এমন প্রডাক্ট ব্যবহার করতে আমি পছন্দ করি যাতে লেমন রয়েছে।

কারণ, লেমনের গুনাগুন নিয়ে অনেক রিসার্চ করেছি আমি আর এর বেনিফিটস আসলেও এতো বেশি যে এটা সবসময়ই আমাকে অনেক ইম্প্রেস করে। 

আর আর্থ বিউটি এন্ড ইউ এর লেমন ফেসওয়াশ টার ইনগ্রেডিয়েন্ট লিস্টও আমার খুবই ভালো লেগেছে কারণ এতে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিডের মতো উপাদান।

আবার এতে সুদিং স্ক্রাবিং বিডসও রয়েছে যা স্কিনকে  তো চলুন, ঝটপট জানিয়ে দেই এই প্রডাক্ট ব্যবহার করে আমি কি কি উপকার পেলাম।

ওয়েট!! এখনই না!! আগে জেনে নিই, এই ফেসওয়াশটি কি কি ক্লেইম করে-

  • এই ফেসওয়াশটি বাম্পি এবং অয়েলি স্কিনের জন্য আইডিয়াল
  • সুদিং স্ক্রাবিং বিডস আছে
  • নন-টক্সিক 
  • প্যারাবেন ফ্রি
  • ক্রুয়েল্টি ফ্রি
  • ভেগান ফ্রেন্ডলি

এবার ডিসকাস করা যাক এটি ব্যবহার করে আমি কি কি উপকার পেলামঃ

  • আমার স্কিনের অতিরিক্ত অয়েলের পরিমান অনেক কমিয়েছে কিন্তু ন্যাচারাল অয়েলের পরিমানও বজায় রেখেছে। মানে অন্য অনেক ফেসওয়াশের মতো স্কিন ড্রাই-আউট করে দেয়নি।
  • এতে থাকা স্যুদিং এক্সফোলিয়েটিং বিডস আমার রেগুলার জমা হওয়া ডেড সেলসগুলো পরিষ্কার করেছে। এতে আমার স্কিন এখন আগের চেয়ে অনেক স্মুদ ফিল হয়।
  • রেগুলার জেন্টাল এক্সফোলিয়েশন পাওয়ার ফলে আমার পোরসগুলোও আর ক্লগ হয়ে যাচ্ছে না। তাই স্কিনে আর ছোটো ছোটো বাম্পসও দেখা যায় না।
  • লেমন থাকায় অবশ্যই আমার স্কিন আগের চেয়ে ব্রাইট হয়েছে।
  • আর সবশেষে বলবো এটা আসলেও স্কিনের pH লেভেল খুব ভালোভাবে ব্যালেন্স করে স্কিনকে রাখে হেলদি।

সবদিক খুব ভালো লাগলেও এই ফেসওয়াশটির স্মেল আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কারন আমার মাইল্ড স্মেল পছন্দ আর এই ফেসওয়াশটির স্মেল বেশ স্ট্রং একটা লেমনের স্মেল। যদিও এটা সম্পূর্ণই আমার ব্যাক্তিগত মতামত। আপনারা যারা একটু স্ট্রং স্মেল পছন্দ করেন তাদের এটার স্মেল  ১০০% খুব ভালো লাগবে।

ব্যাবহারবিধি 

হাতে পি-সাইজড ফেসওয়াশ নিয়ে মুখের ও ঘাড়ের ভেজা স্কিনে অ্যাপ্লাই করে কিছুক্ষণ সার্কুলার মোশনে মাসাজ করে নরমাল বা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কোথায় পাওয়া যাবে?

আর্থ বিউটি এন্ড ইউ এর এই লেমন ফেসওয়াশটির রিভিউ আমি দেখেছিলাম আর্থ বিউটি এন্ড ইউ এর ফেইসবুক পেইজ থেকে। আর কিনেছিলাম www.earthbeautyandyou.com এই ওয়েবসাইটে থেকে। এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আর্থ বিউটি এন্ড ইউ এর সকল অথেনটিক প্রডাক্ট। এই ওয়েবসাইটগুলোতে এই ব্র্যান্ডের বিভিন্ন অফারও পেয়ে যাবেন।

লিখেছেন –
রাবেয়া চৌধুরী পিয়া

  

Leave a Reply

Your email address will not be published.